নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলা জুড়ে আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত ৯ বছর ১৫ বয়সী শিশুদের এই টীকা দেওয়া হবে বলে জানা গেছে
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৬ লক্ষ ১০ হাজার ১৮৫ জন শিশুকে হাম-রুবেলার টীকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলার স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম তিন সপ্তাহ স্কুল গুলিতে ও পরের দু’সপ্তাহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে ঐ টীকারণের কাজ চলবে বলেও জানানো হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন বৃহস্পতিবার সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন, এই টীকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আছে। হাম ও রুবেলার প্রাদূর্ভাব রয়েছে, তাই সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে তিনি জানান।