নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার সকালে বাঁকুড়ায় টোটোতে চেপে ইন্দপুরের শ্যামপুর থেকে তালডাংরার বিবড়দা-রতনপুর রাস্তা ধরে মামার বাড়ি বালিগুমা গ্রামে যাচ্ছিলেন ঠাকুমা ও নাতি। রতনপুর ঢোকার ঠিক আগে মৃতিবান্ধের কাছে ঐ টোটোতে সজোরে ধাক্কা মারে একটি বালি বোঝাই ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠাকুমা তৃপ্তি ঘোষ (৫০) ও নাতি মৃন্ময় ঘোষ (৭) ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করেন তাঁরা। পরে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) বিবেক ভার্মা। পুলিশের পক্ষ থেকে ‘ঘাতক’ ডাম্পারটি আটক করতে পারলেও চালক, খালাসি পলাতক।