নরেশ ভকত :: সংবাদ প্রবাহ :: ১৪ই,জানুয়ারি :: বাঁকুড়া :: পৌষ মাসের সংক্রান্তি ধরে হয় এই পৌষ পরব।এই পরব বাঙ্গালিদের অন্যতম এক পরব।বাঁকুড়া জেলার সর্বত্রই প্রায় এই মেলাই মেতেছেন আট থেকে আশি। সেই মতো বাঁকুড়া জেলার বড়জোড়া থানার দামোদর তীরবর্তী দুই গ্রাম পুড়োকোন্দা ও রাজমাধবপুর শ্মশান মন্দিরকে কেন্দ্র করে বসলো মেলা।এই মেলাতে বেশ কিছু দোকানদানি ও বসে এবং কীর্তনের ও আয়োজন করা হয়েছে।এই মেলা শুধু এক দিনের জন্য।
এই শ্মশান মেলার এক সদস্য মানবেন্দ্র রুই দাস আমাদের বলেন রাজমাধবপুর ও পুড়াকোন্দার এই শ্মশানমন্দিরকে কেন্দ্র করে এক মেলা বসে এখানে।আমাদের এখানে নরনারায়ন সেবার ও আয়োজন করা হয়েছে।পার্শবর্তী তাজপুর,শীতলপুর,ব্রাহ্মনডিহা সহ বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য পূর্নার্থী এই সেবায় অংশ নেয়।এই বছর এই শ্মশান মেলা তৃতীয় বছরে পদার্পন করলো।আমাদের এই মেলা খুব সুন্দর ভাবে,সুষ্ঠ ভাবে সকলের মিলিত প্রচেষ্টায় এ মেলা এক অন্য চেহারা নেয়।