নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে গত কাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি , কিন্তু সময়ের সাথে বৃষ্টির পরিমানও বেড়েছে রাত্রিতে , ভোর রাত থেকেই চাষীরা নেমে পড়েছেন তাদের ফলানো ফসল বাঁচানোর জন্য।
প্রবল বর্ষণে সবজি সহ আমন ধান জলের তলায় ।কিভাবে সেই সমস্ত ফসল আদায় করবেন ভেবে পাচ্ছেন না তাঁরা।এত খরচ করে ফলানো ফসল যদি এই ভাবে নষ্ট হয় তাহলে কিভাবে চলবে তাদের সারাটা বৎসর সেই দিকে তাকিয়ে কৃষকরা।