নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৭ই,এপ্রিল :: তীব্র তাপদাহের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য শিক্ষা দপ্তর আপাতত আগামী সাত দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘ছুটি’ ঘোষণা করেছে। এই অবস্থায় ‘বিষয়টি জানতে না পেরে’ বাঁকুড়া শহরের কালী তলা এলাকার একটি বেসরকারী স্কুল সহ মোট তিনটি স্কুলে সাত সকালে নির্দিষ্ট সময়েই অনেক অভিভাবক শিশুদের স্কুলে নিয়ে যেমন এসেছিলেন, তেমনি এই ছুটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
করোনা কালে দু’ বছর স্কুল বন্ধের কারণে পড়ুয়াদের অনেক ‘ক্ষতি হয়েছে’ দাবি করে অভিভাবক সাবিরুদ্দিন ভুঁইয়্যা বলেন, গরম পড়েছে সেকথা যেমন সত্যি তেমনি ছুটি না দিয়ে সকালের দিকে পঠন পাঠন চালু রাখা দরকার ছিল। এভাবে হঠাৎ হঠাৎ ছুটি মানে ‘গণতান্ত্রিক শিক্ষার পরিবেশকে নষ্ট করছে’। এই ছুটি ঘোষণার আগে অভিভাবক, চিকিৎসক ও শিক্ষার সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে আলোচনা করা দরকার ছিল বলে তিনি মনে করছেন বলে জানান।