নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া :: আজ লক্ষ্মী পুজোর দিন ছাতনা ব্লক এর জিড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তুলসা গ্রামে। গ্রামের শেষ প্রান্তের একটি ধানের ক্ষেত থেকে উদ্ধার হলো 16 দিনের কন্যার মাটিচাপা নিথর দেহ।
স্থানীয় সূত্রে তুলসা গ্রামের গৃহবধূ সোহাগী সরেন প্রথমবারে কন্যাসন্তানের পর দ্বিতীয়বার ও কন্যা সন্তান প্রসব করে। কিন্তু শশুর বাড়ির লোকের কন্যা সন্তান পছন্দ নয় বেশ কয়েক দিন ধরেই বিবাদ চলছিল শ্বশুরবাড়িতে এরপর হঠাৎই একদিন সোহাগী সরেন দেখেন তার ছোট কন্যা সন্তান বাড়িতে নেই। এরপরে শ্বশুর বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
গৃহবধূ সোহাগী সরেন চেয়ে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ডায়েরি করতে কিন্তু তাতে শ্বশুরবাড়ির লোকজন চরম আপত্তি জানায়। এরপরে আজ গ্রামের শেষপ্রান্তে একটি ধানের ক্ষেতে পচা দুর্গন্ধ বেরোয় এবং এর পরেই ওই ধানের ক্ষেতের থেকে উদ্ধার হয় সাহাগি সরেনের ১৬ দিনের কন্য সন্তানের। ঘটনার তদন্ত শুরু করেছে ছাতনা তথা বাঁকুড়া জেলা পুলিশ।