নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী করার লক্ষ্যে জিডিএ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জয়পুরে । জয়পুরের কাটুল প্রদ্যুম্ন ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ শিবির চলে ।আয়োজক হুন্ডাই কোম্পানি ।
হন্ডাই কোম্পানির লভ্যাংশ একটি অংশ শিক্ষাক্ষেত্রে ব্যয় করা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানা যায়।
দিল্লি থেকে আগত হন্ডাই কোম্পানির প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের বিষয়ে খতিয়ে দেখে খুশি হন তারাও । এক মাস ধরে প্রশিক্ষণ শেষে বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে তাদের প্র্যাকটিক্যাল করানো হয় ।প্রাক্টিক্যাল শেষে পরীক্ষায় উত্তীর্ণদের শংসাপত্র এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয় হুন্ডাই কোম্পানি।শিক্ষার্থী বর্ণালী রায় এবং মধুমিতা কুন্ডু আমাদের জানান এই জিটিএ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এর প্রশিক্ষণ পেয়ে তাদের নার্সিং কাজে অনেক সুবিধা হবে । তারা আরও বলেন এখান থেকে প্রেসার সুগার নার্সিং পেশেন্ট কেয়ার অনেক কিছু শিখতে পেরেছি।
এই ধরনের প্রশিক্ষণ গ্রামবাংলায় নতুন কর্মসংস্থানের দিশা দেখাবে তাই এই ধরনের প্রশিক্ষণ যাতে ধারাবাহিকভাবে চলে তার ও আবেদন জানান দিল্লি থেকে আগত প্রতিনিধিদের কাছে । গ্রাম বাংলার ছাত্র ছাত্রীরা এ ধরনের প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে পেরে খুবই খুশি বলে জানা যায়।