নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বিষ্ণুপুর পোড়ামাটির হাটে শুরু হলো রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে ‘সৃষ্টিশ্রী মেলা’। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
এদিন মেলা উপলক্ষে কয়েক হাজার মহিলাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা করে। জেলা স্বয়ম্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিক্রির উদ্দেশ্যে এই মেলার আয়োজন করেছে রাজ্য সরকার।
আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ, মহকুমাশাসক অনুপ কুমার দত্ত, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি শুভাশিস বটব্যাল, বাঁকুড়া পুলিশ সুপার ধৃতিমান সরকার, বাঁকুড়া জেলাশাসক কে রাধিকা আইয়ার সহ অন্যান্যরা।
এদিন সৃষ্টির মেলার উদ্বোধন করে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বচ্ছলতার দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
এখানে মহিলাদের তৈরি হাতের জিনিস বিক্রির পাশাপাশি টেরাকোটার সামগ্রী বিক্রি করা হবে। এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছাড়া জেলা হস্তশিল্পের শিল্পীরাও উপকৃত হবেন’।
বিষ্ণুপুর সৃষ্টিশ্রী মেলায় এবার ১০টি সেরা স্বনির্ভর গোষ্ঠীর হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। এই মেলা চলবে ৫ দিন ব্যাপী। মেলা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।
মেলায় স্বনির্ভর গোষ্ঠীদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য মোট ৪০টি স্টল রাখা হয়েছে। এছাড়া সাপ্তাহিক পোড়ামাটির হাটে আসা ১৩০ জন হস্তশিল্পীদের জন্য পৃথক জায়গা রাখা হয়েছে।