সংবাদপ্রবাহ টিভি :: ৩রা,ফেব্রুয়ারি :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উত্তর উত্তর চক্রের ২৮ জন সর্ব শিক্ষা মিশনের কর্মীবৃন্দ আজ থেকে লাগাতার “পেন ডাউন” আন্দোলনের পথে নামল। এই আন্দোলনের মূল দাবী যেমন সমকাজের সম বেতন। এই আন্দোলন সম্পর্কে সর্বশিক্ষা মিশনের কর্মী দিলীপ কুমার স্বরখেল ও রহমততুল্ল্যা খান বলেন গত ১০ বছর যাবত তাদের কোনো উন্নতি হয় নি।অথচ তাদের কাজের চাপ বেড়েছে।
তাদের কে দিয়ে গ্রুপ D কর্মীর কাজ সরকার করিয়ে নিচ্ছে। বর্তমান সরকার তাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবী পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই বিষয় এ জয়পুর অবর বিদ্যালয় পরিদর্শক কে প্রশ্ন করা হলে বলেন, আমি ওনাদের দাবী পত্র আমার উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছি। এই আন্দোলনের ফলে অফিসের কাজ ব্যাহত হচ্ছে। তবে পরিদর্শক বিষ্ণুপদ বাগদি আন্দোলন কারী দের প্রতি সহানুভূতিশীল বলেও জানান।