নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: এরাজ্য তথা বাঁকুড়ার মানুষ সরকারী অর্থে পরিচালিত ‘উৎসব অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেছে’। দাবি বিজেপির। শুক্রবার বাঁকুড়া খ্রীশ্চান কলেজ মাঠে শুরু হওয়া ‘বাংলা মোদের গর্ব’ শিরোনামে ‘মেলা, প্রদর্শণী, এক্সপো’কে কটাক্ষ করে জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, এদিন বাঁকুড়া জেলাশাসক কে.রাধিকা আইয়ারের উপস্থিতিতে শুরু হয়েছে ‘বাংলা মোদের গর্ব’। চলবে আগামী রবিবার পর্যন্ত। তিন দিনের এই মেলায় ‘ভারতের মুক্তি সংগ্রামে বাংলা’ শিরোনামাঙ্কিত প্রদর্শণীর পাশাপাশি রয়েছে বেশ কিছু ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিপুল আয়োজন। যদিও একেবারে শুরুর দিনেই এই মেলা একেবারে দর্শক শূণ্য ছিল বলেই খবর।
বাংলা মোদের গর্বে’ জনসমাগম না হওয়া প্রসঙ্গে বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাঁসদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আশা করছি ভালো সাড়া মিলবে। ধারাবাহিকভাবে এবিষয়ে প্রচার চলছে। একই সঙ্গে ‘বছরভর রাজ্য সরকারের উন্নয়নের কর্মযজ্ঞের প্রদর্শণী’র পাশাপাশি জেলা, পাশের জেলা ও কলকাতার শিল্পী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করবেন বলেও তিনি জানান।