বাঁকুড়া :: জলজ্যান্ত মানুষও মৃত ভূমি দফতরের খাতায়, মোটা অঙ্কের টাকা না দিলে মিলছে না পরিসেবা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: জলজ্যান্ত মানুষও মৃত ভূমি দফতরের খাতায়, মোটা অঙ্কের টাকা না দিলে মিলছে না পরিষেবা। প্রতিবাদে ভূমি সংস্কার দফতর ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের । জলজ্যান্ত মানুষও অজানা হস্তক্ষেপে কাগজে কলমে হয়ে যাচ্ছেন মৃত। আর তাঁর জমি করে দেওয়া হচ্ছে উত্তরাধিকারীদের নামে।জমির রেকর্ডে এমন ভূতুড়ে কান্ড ঘটছে আকছার। মোটা অঙ্কের টাকা উৎকোচ না দিলে মিলছে না অন্যান্য পরিষেবাও। আর এই সব অভিযোগকে সামনে রেখেই এবার আন্দোলনে নামলেন স্থানীয় বাসিন্দারা। রীতিমত ভূমি সংস্কার দফতরকে ঘেরাও করে চলল বিক্ষোভ। শ্লোগান উঠল চোর বিএলআরও দূর হঠো। শালতোড়া ব্লকের এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে ভূমি সংস্কার দফতরের আস্বাস খতিয়ে দেখা হবে নথিপত্র।

বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার শালতোড়া ব্লকের ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বেনিয়মে যুক্ত থাকার অভিযোগ উঠছিল। স্থানীয়দের দাবি ওই দফতরের আধিকারিকদের একটা বড় অংশ বিভিন্ন ধরনের বেনিয়মের সাথে যুক্ত। স্থানীয়দের দাবি ওই দফতর দিনের পর দিন ধরে এলাকার মানুষকে পরিষেবা দিতে ব্যার্থ।

বহু ক্ষেত্রে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি বদলের দাবিতে ও ব্লক ভূমি সংস্কার আধিকারিকের বদলীর দাবিতে আজ ক্ষোভ আছড়ে পড়ল শালতোড়া ব্লকের বিএলআরও অফিসে। বিক্ষোভকারীরা রীতিমত মাইকে শ্লোগান দিতে থাকেন চোর বিএলআরও দূর হঠো।

অভিযুক্ত বিএলআরও অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা বেনিয়মের অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি দুবছর ধরে করোনা বিধির কারনে শুনানি সহ বহু কাজ আটকে রয়েছে। ধীরে ধীরে তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যান্য অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =