নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ্ হিউম্যানিটি’র তালিকায় কলকাতার দুর্গাপূজোর অন্তর্ভূক্তি হয়েছে আগেই। এবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলাতেও ইউনেস্কোকে ‘ধন্যবাদ’ জানিয়ে সরকারী উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বাঁকুড়াতেও।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তরফে বাঁকুড়া হিন্দু হাই স্কুল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের ‘প্রাণকেন্দ্র’ হিসেবে পরিচিত মাচানতলায় শেষ হয়। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন জেলাশাসক কে.রাধিকা আইয়ার, পুলিশ সুপার বৈভব তেওয়ারী, বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার সহ অন্যান্যরা।
এদিনের এই কর্মসূচীতে জেলার প্রথম সারীর শিল্পকর্ম টেরাকোটা, ডোকরার পাশাপাশি আদিবাসী ও লোক শিল্পীরা অংশ নিয়েছিলেন। একই সঙ্গে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, ক্লাব সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে