নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার বাঁকুড়া জেলা স্কুলের সাইকেল স্ট্যাণ্ডের পাশে দেখা মেলে একটি বিষধর সাপের। বিষয়টি অনেকেরই নজরে আসায় জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের শিক্ষকে লাঠি হাতে সাপকে পাহারা দেখা দিল।
দীর্ঘক্ষন পাহারা দেওয়ার পর সাপ গর্তে ঢুকে পড়ে। বন দপ্তরে খবর দেওয়া হলে বন কর্মীদের দেখা মেলেনি। জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও সরকারী স্কুলের এই বেহাল অবস্থা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রশ্ন উঠতে শুরু করেছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও। বর্ষার সময় স্কুল চত্বর পরিস্কার না হওয়ায় ক্ষোভে ফুসছে অভিভাবকেরা। বাসন্তী দাস নামে এক অভিভাবিকা জানান যা দেখলাম মনে হয় চন্দ্রবোড়া সাপ। ছোট ছোট বাচ্চারা খেলা করে ভয়তো আছেই।