নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: পৌর নির্বাচনের নামে শাসক দলের ‘লাগামছাড়া সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুঠ, পুলিশী নিস্ক্রিয়তা’র অভিযোগ তুলে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ শুরু হয়েছে বাঁকুড়ায় । সোমবার বনধের সমর্থণে বাঁকুড়া শহরে সার্কিট হাউসের সামনে প্রতিকী পথ অবরোধ করেন দলের নেতা কর্মীরা।
দলের নেতা কর্মীদের সাথে উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, বিধায়ক নীলাদ্রী শেখর দানা সহ অন্যান্য নেতৃত্ব। অবরোধের মাঝেই বাইক নিয়ে ঢুকে পড়েন তৃণমূল কর্মীরা। অবরোধকারীরা তাঁদের আটকে দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।