নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২২শে, মার্চ :: রেশনে সরবরাহকৃত আটা অত্যন্ত নিম্নমানের! খাওয়ার অযোগ্য, আটার মধ্যে বালিও রয়েছে! রাজ্যর খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে গ্রামে পেয়ে এই অভিযোগই জানালেন বাঁকুড়ার সিমলাপালের মানুষ।
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীতে যোগ দিতে সিমলাপাল গ্রাম পঞ্চায়েত এলাকায় যান ‘দিদির দূত’ জ্যোৎস্না মাণ্ডি। তাঁকে গ্রামে পেয়ে নিজেদের ক্ষোভের কথা উগরে দেন এলাকার মানুষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝতে পেরেই গ্রামের মানুষের কাছ থেকে এক প্যাকেট আটা সংগ্রহ করে তা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান।
পরে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে । অভিযোগ সত্যি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।