বাঁদরের দল ১৯১৩ সালে তৈরি ঐতিহ্যবাহী কার্শিয়াংয়ে গোর্খা জন পুস্তকালয়ের হলঘরে ভাঙচুর চালালো।

সজল দাসগুপ্ত:: সংবাদ প্রবাহ :: কার্শিয়াং :: বুধবার ২,আগস্ট :: বাঁদরের হামলায় অতিষ্ঠ কার্শিয়াং শহরবাসী। এবার বাঁদরের দল ১৯১৩ সালে তৈরি ঐতিহ্যবাহী কার্শিয়াংয়ে গোর্খা জন পুস্তকালয়ের হলঘরে ভাঙচুর চালালো। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে ব্রিটিশ আমলে গোর্খা জনজাতির দাবি দাওয়া নিয়ে কাজ করার জন্য গোর্খা জন পুস্তকালয় নামে এই সংগঠন তৈরি করা হয়। কার্শিয়াংয়ের সংগঠনের একটি হলঘর রয়েছে। সেই হলঘরে রীতিমতো ভাঙচুর চালালো বাঁদরের দল। বাঁদরের দলের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হল ঘরের ভেতরে থাকা চেয়ার ,টেবিল, ডেস্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =