বাঁশ দিয়ে মেরে দেহ জ্বালাল নিজের বাবা-ভাই-TMC কর্মীরা | বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুন |

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ২৪,আগস্ট :: বাঁশ দিয়ে মেরে দেহ জ্বালাল নিজের বাবা-ভাই-তৃণমূল কর্মীরা। বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুন। বারুইপুর:পদ্মশিবিরের দাবি, তৃণমূল কর্মীরা এভাবেই খুন করেছে তাঁদের কর্মীকে।

তাৎপর্যপূর্ণ বিষয়, সিসিটিভিতে যে বিজেপি কর্মীকে মারতে দেখা যাচ্ছে সেখানে সেই সময় উপস্থিত রয়েছেন ছেলেটির বাবা ও দাদা।

                                                            চিত্র সৌজন্য :: ইন্টারনেট  

তাঁরা না মারলেও, দাঁড়িয়ে-দাঁড়িয়ে সবটা দেখলেন তাঁরা।এমনই সিসিটিভি একটি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি। সম্প্রতি, বারুইপুরে বিজেপির বুথ সভাপতি বছর বাইশের রাজীব বিশ্বাসকে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের সভাপতি ছিলেন রাজীব।

গেরুয়া শিবিরের দাবি, ৮ অগস্ট রাতে রাজীব তাঁর নিজের বাড়িতেই নিগৃহীত হয়েছিলেন। এরপর তাঁকে বাড়িতেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

রাজীবের মাথায় গুরুতর চোট লাগে। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয় বলেও অভিযোগ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় নাম উঠে আসে মৃতের বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে। বারুইপুর পশ্চিম এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ মৃতের বাবা ও ছোট ভাই তৃণমূলের সক্রিয় কর্মী।

খুনের ঘটনায় নাম জড়ায় তাঁদেরও। যদিও, বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন,”এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। এটা পারাবিরিক বিষয় বলে শুনেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =