নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৮,অক্টোবর :: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর বাঙালি এখন আনন্দে মাতোয়ারা। প্রতি বছরে থিম ভাবনায় বৈচিত্র নিয়ে আসে বাঁকুড়ার নতুনচটী সার্বজনীনের পুজো। ব্যাতিক্রম নয় এবছরও। এবারও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। পরিবেশ রক্ষায় বাঁশের ভূমিকা তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা
নতুন চটী সার্বজনীনের পুজো এবার ৫৪তম বর্ষে পদার্পণ করল । মায়ের এখানে সাবেকি মূর্তি নিয়ম রীতি নীতি আচার মেনেই হয় পুজো। এবার পুজো প্রাঙ্গণ পুরো সেজে উঠছে বাঁশের তৈরি বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী দিয়ে। পুরো মণ্ডপেই বিভিন্ন কারুকার্য করা হয়েছে। এবার বাজেট ২৫ লাখ ।