নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ৬,আগস্ট :: শান্তা পাল কেসে আরও একজনকে পূর্ব বর্ধমান জেলার মেমারী থেকে আটক করলো মঙ্গলবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জাল নথি ব্যবহার করে শান্তা পাল-কে আধার কার্ড করে দেওয়ার অভিযোগে আটক।ধৃতের নাম সেখ মমতাজ উদ্দিন।বাড়ি মেমারী শহরের কাশিয়াড়ায়।ধৃতের কাছ থেকে প্রচুর পরিমানে জাল নথি,বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প এমনকি গেজেটেড অফিসারের নামে বানানো স্ট্যাম্প ও আইনজীবির জাল প্যাড ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সেখ মমতাজউদ্দিন অনলাইন সাইবার ক্যাফের আড়ালে জাল নথি তৈরী করে আধারকার্ড বানিয়ে দিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মেমারিতে আসে শান্তা পাল।
আগেই মমতাজের সঙ্গে তার পরিচয় হয়। মমতাজই জাল নথি ব্যবহার করে শান্তাকে আধার কার্ড তৈরী করে দেয়।