বাংলাদেশী সন্দেহে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ৩,নভেম্বর :: বাংলাদেশী সন্দেহে এক ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ । বিএসএফের মারে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এমনই চাঞ্চল্যকর এই ঘটনায় চাপড়া থানায় বিএসএফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই ভারতীয় কৃষক।স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিল ওই গ্রামেরই এক কৃষক রফিকুল মণ্ডল। চায়ের দোকান থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশী সন্দেহে মারধর করে বলে অভিযোগ।

তাকে প্রায় ঘন্টা তিনেক আটকে রেখে পায়ে শেকল দিয়ে বেঁধে পশ্চাদদেশে বেধড়ক মারে তিনজন বিএসএফ জওয়ান মিলে। এরপর কাঁটাতারের কাছে গিয়ে নিয়ে তাকে স্বীকারোক্তি করানোর চেষ্টা করে সে কাঁটাতার কাটতে এসেছিল বলে। কিন্তু রফিকুল সব কিছুতেই অস্বীকার করে। তাকে বিএসএফ স্বীকার করতে বাধ্য করে সে বাংলাদেশী।

এমনটাই অভিযোগ রফিকুলের। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় বেধড়ক মারধর করার পর স্থানীয় চাপরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রফিকুলকে।

রফিকুলের আরো অভিযোগ, এইরকম ভাবেই নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ার হাটখোলা কাঁটাতার সংলগ্ন এলাকায় বিএসএফ সাধারণ গ্রামবাসীদের উপর হামলা চালায় প্রতিনিয়ত। এর আগেও একাধিক গ্রামবাসীদের সাথে এরকম করেছে বলে অভিযোগ রফিকুল মন্ডলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + five =