নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২০,ডিসেম্বর :: বাংলাদেশের অস্থির পরিস্তিতির মাঝেই এবার দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেপ্তার এক যুবক।ধৃতের নাম নীলেশ যাদব। পানাগড় সেনা ছাউনিতে এই নীলেশকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা । সাথে সাথে তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ,
সূত্রের খবর ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইল পান সেনা কর্তারা । যাতে বিভিন্ন ধরণের অ্যাপ দেখতে পাওয়া যায় ।এরপর বুদবুদ থানার পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ যাদব । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে আর কারোর যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ধৃত নীলেশ যাদব জানিয়েছে, তিনি একটি বহুর্জাতিক মোবাইল সংস্থার কর্মী। এখন পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা। বাংলাদেশের ঘটনার মধ্যে খোদ দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।