নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: ২৬শে,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশর তারালী ও আমুদিয়া সীমান্ত থেকে দশ কেজি গাঁজা, মোটরবাইকে করে পাচার করছিল আড়াইশো বোতল ফেন্সিডিল বাংলাদেশের পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদে সন্দেহ হয়।
পাচারকারীকে ধাওয়া করলে বাইক ফেলে পালিয়ে যায় পাচারকারী।মটর বাইকের মধ্যে থেকে উদ্ধার হয়েছে আড়াইশো বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য কুড়ি হাজার টাকা। অন্যদিকে আমুদিয়া সীমান্তে চার প্যাকেট গাঁজার ওজন ১০ কিলো, বাজার মূল্য ১লক্ষ ৮০ হাজার টাকা। পাচারকারী সীমান্তে একটি গোপন ডেরায় জড়ো করেছিল বাংলাদেশে পাচার করার জন্য।
গোপন সূত্রে সীমন্ত রক্ষী বাহিনী কাছে খবর গেলে সেগুলো উদ্ধার করে সঙ্গে একটি বাইক। উদ্ধার হওয়া গাজা বাইক স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয়া হয়েছে। নিষিদ্ধ কাফ সিরাপগুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।