নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৩,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ র অশ্লীল ছবি তৈরি করে ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার তপসিয়া থেকে বছর বিশের উমের খান নামে এক যুবক।
এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বাদুড়িয়ার তৃণমূল নেতা ও নেত্রীর যারা সরকারি পদে বসে আছেন তাদের ছবি প্রথমে এডিট করা হয় তারপর বাংলাদেশের রাজশাহী একটি ফেক প্রোফাইল ২০২০ সালে বন্ধ ছিল সেই সেই প্রোফাইল আবার চালু করে ওই নেতার অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে উদযোগী হয়েছিল এই হ্যাকার ।
এই প্রোফাইলে শুধু ওই তৃণমূল নেতার নেত্রী নাম বাদ দিয়ে মন্ত্রী এই জেলার একাধিক বিধায়ক সভাপতিদের নাম ছিল | রীতিমত অস্বস্তিত পড়েছিল রাজ্য তৃণমূল এই ঘটনা বাদুড়িয়া থানায় বাংলাদেশে ফেক প্রোফাইল প্রোফাইলে অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দেয়ার অভিযোগে অভিযোগ হয়
তারপর সেটি বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত নেমে জানতে পারে এই প্রোফাইলটা বাংলাদেশের রাজশাহীর রাজ্যের কোন এক যুবকের । ঘটনার তদন্ত নেমে বাদুড়িয়া সাইবার ক্রাইম দ্বারা যৌথভাবে এই যুবককে তপসিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে জেরায় সে স্বীকার করেছে বাংলাদেশের ফেক প্রোফাইলে এই অশ্লীল ছবি এডিট করে ভাইরাল করে