সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১১,ডিসেম্বর :: বাংলাদেশের সন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের খবর আসছিল। যা নিয়ে এপার বাংলায় প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা। সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলের নেতারা।
দক্ষিণ ২৪ পরগনা বাঙালি হিন্দু সমিতির পরিচালনায় বারুইপুর রেল ময়দান থেকে বারুইপুর এসডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজিত হয় । বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এই মিছিল। এসডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ ধরে। অবশেষে 4 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। রাস্তায় ইউনিশ খানের কুশ পুতুল দাহ করা হয় ।
মঙ্গলবার জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল, পদযাত্রা ও পথ সভা করেন। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাস কে মুক্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।