নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: বাংলাদেশে অত্যাচারীত হয়ে প্রাণ বাচাতে ভারত ভুখন্ডে প্রবেশ করতেই বিএএসএফের হাতে ধৃত এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। এরপর ওই রাতে তাকে হোমে পাঠায় পুলিশ।
জানা গেছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল।।শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ওই নাবালিকা। জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিলো তার।
তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নন্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যান সমিতি -র মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।