বাংলাদেশে পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা করলো রাষ্ট্রসংঘ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা (ঢাকা) :: রবিবার ২১,জুলাই :: বাংলাদেশের ছাত্রসমাজ চিরকাল প্রতিবাদ মুখর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দের হাত ধরেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন। এবার সেই ছাত্র সমাজ সামিল হয়েছে কোটা বিরোধী আন্দোলনে। আর শুরু হয়েছে সরকারের দমন পীড়ন।

প্রসঙ্গত, বাংলাদেশে পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১০০। স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে ঢাকার পরিস্থিতি। রাষ্ট্রসংঘের (UN) মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক জানিয়েছেন, ”বাংলাদেশের সাম্প্রতিক হিংসায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন।

প্রতিবাদী পড়ুয়াদের উপরে হামলা উদ্বেগজনক এবং তা একেবারেই মেনে নেওয়া যায় না। এই হামলার নিরপেক্ষ, সম্পূর্ণ ও যথাযথ তদন্ত হওয়া দরকার। যারা দোষী তাদের চিহ্নিত করতে হবে।” প্রথমে আমেরিকা আর পরে রাষ্ট্রসংঘের এই নিন্দায় চাপে পড়ে গেলো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =