বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের বাড়ি থেকে বের হতে নিষেধ করলো ভারত সরকার

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: ঢাকা (বাংলাদেশ) :: শনিবার ২০,জুলাই :: সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। এই আন্দোলন সবচেয়ে বেশি প্রবল হয়েছে ঢাকায়। ইতিমধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকেই।

বাংলাদেশে প্রচুর ভারতীয় বসবাস করেন। তাদের জীবনের নিরাপত্তার কথা ভেবেই ভারত সরকার সতর্ক বার্তা দিয়েছেন ভারতীয়দের। বাংলাদেশে যে ভারতীয় নাগরিক এবং পড়ুয়ারা রয়েছেন, তাঁদের ‘ভ্রমণ বর্জন করা’ এমনকি, ‘বাড়ির বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা’র বার্তা দেওয়া হয়েছে ওই সরকারি নির্দেশিকায়।

পাশাপাশি, প্রয়োজনে ঢাকার ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশের ইউজিসি সমস্ত বিশ্ব বিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ – ঘোষণা করার পরে কার্যত ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা। রাজধানী ঢাকা-সহ সে দেশের বিভিন্ন শহর বৃহস্পতিবার বন্‌ধের চেহারা নিয়েছে। স্বাভাবিক কারণেই ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =