বাংলাদেশ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: ঢাকা/কোলকাতা :: বুধবার ৩০,এপ্রিল :: জামিন মিললেও কবে জেলের বাইরে আসতে পারবেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তা এখনও অজানা। তবে আপাতত তাঁর জামিনের খবরেই উচ্ছ্বসিত সনাতন হিন্দু সমাজ।
বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের মাঝেই গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাসকে। দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময়কৃষ্ণ দাস।
হিন্দু সন্ন্যাসীর জন্য শেষ পর্যন্ত কঠিন আইনি লড়াই লড়েছিলেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভারতে এসেও তিনি বারবার আশাপ্রকাশ করেছিলেন, যেভাবেই হোক জামিন পাইয়েই ছাড়বেন। সেই আত্মবিশ্বাসই সত্যি হল অবশেষে।
এপ্রিলের ৩০ তারিখ ঢাকার হাই কোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার ডিভিশন বেঞ্চ জামিন দিল চিন্ময় প্রভুকে।
এদিন চিন্ময়কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছে হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিল।
আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। গত ২৩ এপ্রিল হাইকোর্ট রুলের শুনানির জন্য ৩০ এপ্রিল তারিখ দেয়। এদিন শুনানিতে আদালত চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে।
হাই কোর্টের এই রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের আপিল করতে পারে সরকার। সুপ্রিম কোর্টের যা ক্ষমতা, তাতে এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হতে পারে। তাতেই সন্ন্যাসীর জেলমুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।