বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভাতে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২০,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনায় মন্ত্রী ফিরাদ হাকিম,সিদ্দিকুল্লা ধর্ম নিয়ে তাদের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন কার্তিক  মহারাজ ।

তারা বলেন হিন্দু মা-বোনেরা লক্ষণ রেখা মানেন না,১০০ টার মধ্যে ৯৯ টা মুসলিম মা বোনেরা ধর্ষিতা হন না, তারা লক্ষণ রেখা মানেন, তারা সমাজ মানেন, কিন্তু হিন্দু মা-বোনেরা লক্ষণ রেখা মানা তো দূর, সমাজও আমাদের পাশে নেই।

যদিও এই লক্ষণ রেখার বিষয়ে পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন কার্তিক মহারাজ,হিন্দু মা-বোনেদের বিবাহের পর শাঁখা সিঁদুর না পরা।সমাজ না মানার বিষয়টি তিনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তৃণমূল সরকারের বিধায়ক মন্ত্রী ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লা ধর্ম নিয়ে তাদের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ তিনি এদিন কটাক্ষ ছুড়ে দেন মঞ্চ থেকে।

তিনি এদিন বলেন কোন মন্ত্রী বলছেন আমাদের সমাজে চার চারটি বাচ্চা নিতে হবে, কেউ বলছেন অনেক মাদ্রাসা তৈরি করে দেবো, আবার কেউ বলছেন মুসলমান হয়ে আমরা দেশটাকে শাসন করব, কিন্তু তারা বললেন না আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব

এদিন কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ ও বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভাতে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − one =