নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: উত্তর ২৪ পরগনা পেট্টাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাংলাদেশ গামী একটি বেদানা বোঝাই ফলের গাড়িকে আটক করে । জানাগেছে ট্রাকটি রাজস্থান থেকে বেদনা নিয়ে বাংলাদেশ যাচ্ছিল |ফল বোঝাই ক্রেটের মধ্যে থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি মোবাইল ফোন উদ্ধার করে পেট্টাপোল থানার পুলিশ । গাড়ির ড্রাইভার ও খালাসী কে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম তারক রাম ও লাডা রাম ।