নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গেদে :: বৃহস্পতিবার ৮,আগস্ট :: বাংলাদেশ থেকে কোন আত্মীয় স্বজন বা অনুপ্রবেশকারী এমন কি শরণার্থীরা এলে কোন জায়গা না দিয়ে সাথে সাথে বিএসএফ ক্যাম্প এবং প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলল সীমান্তে প্রহরারত বিএসএফ আধিকারিকেরা।
সীমান্তের পরিস্থিতি নিয়ে আজ নদীয়ার গেদে বিএসএফ ক্যাম্পে এক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয় কৃষ্ণগঞ্জের বিধায়ক আশীষ কুমার বিশ্বাস ছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এবং কিশোরগঞ্জ থানার পুলিশ।
বিদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসছে। বিশেষ বিশেষ কারণে কিছু কিছু লোককে চিকিৎসা করানোর জন্য ছাড় দেওয়া হচ্ছে বিএসএফের তরফ থেকে। কিন্তু বাংলাদেশ থেকে আত্মীয় পরিজন এমনকি অনুপ্রবেশকারীরা এলে সাথে সাথে প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ জানালো বিএসএফ।