নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বুধবার ১০,ডিসেম্বর :: দীর্ঘ ছয় মাসের অনিশ্চয়তা ও আইনি লড়াইয়ের শেষে অবশেষে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন ও তার ছেলে। পরিবার সূত্রে অভিযোগ, ভুলভাবে “বাংলাদেশি” আখ্যা দিয়ে তাকে সীমান্ত পার করে পাঠানো হয়েছিল।
সেই অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চলে এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় উদ্যোগে সোনালী বিবিকে বাংলাদেশ থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।
অন্তঃসত্ত্বা অবস্থায় বিপদের মধ্যেই কাটাতে হয়েছে সোনালীর গত কয়েক মাস। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রামপুরহাট মহকুমা হাসপাতালে। সেখানেই তার সঙ্গে দেখা করতে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
সোনালীর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি আশ্বাস দেন, জেলা প্রশাসন ভবিষ্যতেও তার পাশে থাকবে।
শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ারের পক্ষ থেকে এদিন সোনালীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২ লক্ষ টাকার একটি চেক। এই সাহায্য তাদের জীবনে নতুন আশার আলো জাগাবে বলেই মত প্রশাসনিক মহলের।

