কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৯,ডিসেম্বর :: আগামীকাল ৩০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন । বাংলায় প্রথম অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরু হচ্ছে মালদা স্টেশন থেকে। এই ট্রেনের উদ্বোধন হবে ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ট্রেনটি সপ্তাহে একদিন রবিবার মালদা টাউন স্টেশন থেকে সকাল ৮:৫০ মিনিটে যাত্রা শুরু করবে। ট্রেনের নাম্বারও ঘোষণা করা হয়েছে।১৩৪৩৪ মালদা টাউন- বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। যাত্রা পথে ট্রেনটি নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান ,ডানকুনি,অন্ডাল, খড়গপুর বেলদা জলেশ্বর বালাসোর কটক হয়ে বেঙ্গালুরু যাবে।
ফিরতি পথে ট্রেনটি ১৩৪৩৩ বেঙ্গালুরু-মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে মঙ্গলবার দিন বেলা ১:৩০ মিনিটে ছেড়ে আসবে এবং বৃহস্পতিবার দিন বেলা ১১টায় মালদা টাউন স্টেশনে পৌছাবে। রেলের প্রস্তাবিত টাইম টেবিল অনুযায়ী ট্রেনটি ৪৩ ঘন্টায় মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার।
২২ টি কামরা থাকবে এই ট্রেনে।শুক্রবার মালদহ টাউন স্টেশনে সাংবাদিকদের সাথে করে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।