বাংলায় ভোটের উত্সব – মালদহে চলচ্ছক্তিহীন বৃদ্ধের ভোট দান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৮,মে :: চলার ক্ষমতা হারিয়ে কোলে করে এসে ভোটদান ইংরেজবাজার ৫১ নম্বর নির্বাচন ক্ষেত্রের ১৩৮ নম্বর বুথে।

আজ গণতন্ত্রের উৎসব, চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্ব ভোটগ্রহণ পর্ব চলছে উত্তর বঙ্গের মালদায়। সকাল থেকেই দেখা গেছে মালদায় বিভিন্ন বুথগুলিতে লম্বা লাইন। ভোট দিতে উৎসাহী ভোটাররা, গণতন্ত্রের এই উৎসবে শামিল হতেই সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। তবে একটু অন্যরকম চিত্র ধরা পড়ল মালদার ১৩৮ নম্বর বুথে।

চলার ক্ষমতা নেই, ঠিকমতো হাঁটতে পারেন না। তবে নিজের ভোট দানের ব্যাপারে আগ্রহী ভদ্রলোক। টোটো করে এসেছেন ভোট দিতে। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, চলার ক্ষমতা হারিয়েছেন। বাড়ির পরিবারে সদস্যদের সঙ্গে এসেছেন ভোট দিতে। তার পরিবারের সদস্যরা তাকে টোটো করে নিয়ে এসেছেন। দেখা গেল তাকে কোলে করে নিয়ে একজন ভোট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + ten =