নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৯,সেপ্টেম্বর :: বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে মোদির সরকারের বিরুদ্ধে আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে ধর্না অবস্থানে যে সমস্ত ১০০ দিনের কার্ড হোল্ডার শ্রমিকরা যোগ দেবেন তাদের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন – ‘কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। এরা হচ্ছেন যারা বঞ্চিত। বাংলার বঞ্চিত শ্রমিক যারা মনরেগা স্কিমের সঙ্গে যুক্ত ছিলেন । এরা যাবেন দিল্লিতেই ইতিমধ্যেই বেশ কিছু জন দিল্লিতে পৌঁছেও গিয়েছেন। এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয় এটা মানুষের কর্মসূচি এটা মা মাটি মানুষের কর্মসূচি। এটা এতদিন বাংলায় চলছিল এবার দিল্লির।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কর্মসূচির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ডাকা হয়েছে। ১৩ ই সেপ্টেম্বর এরপর এত তাড়াতাড়ি আবার একজনকে কেন ডাকা হবে?? বিজেপি এটা ইচ্ছাকৃত করছে। কিন্তু এইভাবে আমাদের আটকানো যাবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন তিনি ইডির ডাকে যাবেন না মানুষের কর্মসূচি তাই মানুষের স্বার্থে তিনি দিল্লি যাবেন । সেটাই হবে। অভিষেকের মা বাবাকেও তলব করা হয়েছে এই বিষয়ে তিনি জানান – রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।