নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: শুভেন্দু অধিকারীর অভিযোগ —–এই বাজেট উত্তরবঙ্গ বিরোধী বাজেট। পাহাড়, চা বাগানের জন্য কোনও কথা নেই। এই বাজেটে যা প্রতিশ্রুতি তা ২০২৬ ভোটের আগে পালন করা সম্ভব নয়।
এই বাজেট নারী সুরক্ষার কথা নেই। লক্ষী ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা নেই। বিধবা ভাতা বৃদ্ধির কথাও নেই। প্রত্যেক বাড়িতে যেখানে চাকরি নেই একজনকে চাকরি দেওয়া হবে বিজেপি সরকার ক্ষমতায় এলে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী।