নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: দুই প্রতিবেশীর পুরনো শত্রুতার জেরে দুজনে দুজনের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা। আগুনে পুড়ে দুইটি পরিবারে জখম তিনজন। পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের উভয় পরিবারের। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার রামগংগার ভূঁইয়ার মোড় এলাকায়।
একটি পরিবার হল প্রহ্লাদ ভূঁইয়া ও সত্য ভূঁইয়ার পরিবার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জয়দেব খাঁড়ার পরিবার। জয়দেব খাঁড়ার পরিবারের অভিযোগ সকালে যখন জয়দেব খাঁড়া তাদের জমিতে খড়ের বিচালি দিয়ে বাঙালি প্রথা অনুযায়ী আগুন দিতে যায়
তখন প্রহ্লাদ ভূঁইয়া ও সত্য ভূঁইয়া ছুটে এসে সেই আগুনে হাত পা ধরে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে তাকে আগুন থেকে তুলে তাড়াতাড়ি পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি থেকে কাকদ্বীপে সুপার স্পেশালিটি হাসপাতালে করা হয়।
অন্যদিকে প্রহ্লাদ ভূঁইয়া ও সত্য ভূঁইয়ার অভিযোগ জয়দেব খাঁড়া আগুন নিয়ে তার জমিতে দিতে এসে তাদের বাড়িতে আগুন লাগার চেষ্টা করে প্রতিবাদ করায় সেখানে হাতাহাতি হয় মারামারি সময় তিনজনে আগুনে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায়।
পুড়ে গিয়ে তিনজনেরই ক্ষতি হয়, জয়দেবকে মারার চেষ্টা কেউ করেনি। বর্তমানে প্রহ্লাদ ভূঁইয়া ও সত্য ভূঁইয়া দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হলেও তদন্ত শুরু করেছেন পাথরপ্রতিমা থানার পুলিশ।