নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২২,সেপ্টেম্বর :: গ্রামবাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের সুনাম বিশ্বব্যাপী। বাংলার এই হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলবন্ধনে বাঁকুড়া জেলার বাংলা তে গড়ে উঠছে তাকলাগানো দুর্গাপুজো মণ্ডপ।
বাংলা নবারুণ সংঘের সদস্যরা নিয়েছেন অভিনব থিম বানানোর উদ্যোগ। এ বার এই পুজো পা রাখতে চলেছে ১৯ তম বর্ষে। থিমের নাম— ‘হস্তশিল্পে মা দুর্গা’।
৯০ ফুট লম্বা ও ৬০ ফুট উচ্চতায় মণ্ডপ গড়ে উঠছে। বাঁশ, বেত, কাঠের বাটাম, শুকনো আঁকাবাঁকা ডালপালা, অর্জুন ফল,শালপাতা, হোগলা পাতা, নারকেল দড়ি,পাট, কাপড় ও ডোকরার মূর্তি সহ নানা মডেল দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। এক কথায়, বাংলার সমস্ত রকমের হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের নিদর্শন মিলবে ওই মণ্ডপে।
প্যান্ডেলের নানা কারুকার্য ও শিল্পকলা অত্যাধুনিক আলোকসজ্জায় ফুটে উঠবে। বাজেট ১৬ লক্ষ টাকা। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থী থেকে প্রতিদিন স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান । মণ্ডপসজ্জা বেশ আকর্ষণীয় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।