নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মশাগ্রাম :: শনিবার ২৪,জানুয়ারি :: বাংলার অনেক মনীষী বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন বহুবার, বিশিষ্ট কবি প্রতুল মুখোপাধ্যায় লিখেছিলেন
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই সেই বাংলা ভাষাকে এক নতুন মাত্রায় যোগ করতে চেয়েছে এই বিদ্যালয়।
সরস্বতী পুজোর মন্ত্র সাধারণত সংস্কৃততে উচ্চারিত হয় যার হয়ত অনেকেই মানে বুঝি না কিন্তু পূর্ব বর্ধমানের মশাগ্রাম এলাকার সারদা মিশন শিক্ষণ মন্দিরের বিশেষ ভাবনা ছিল সরস্বতী পূজোর মন্ত্র যদি বাংলায় ভাষায় করা হয় তাহলে কেমন হয়?
যেমন ভাবনা সেই রকমই কাজ বাংলা ভাষায় লেখা হলো সরস্বতী পুজোর মন্ত্রের বই, যা ইতি মধ্যেই সাড়া ফেলেছে বিভিন্ন মহলে।বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন সাধুখাঁ বলেন আমাদের মনে হয়েছে নিজের মাতৃভাষায় দেবীর আরাধনা করতে পারাটা অত্যন্ত গৌরবের,
সেই উদ্দেশ্য নিয়েই আমাদের সরস্বতী পুজো অর্চনার বই সংস্কৃত থেকে বাংলায় রুপান্তর করা, ইতিমধ্যেই আমরা দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে আমাদের এই বাংলায় লেখা সরস্বতী পুজো মন্ত্রের বই।
আজ হয়তো সে-সব জায়গায় সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি বাংলা ভাষায় হচ্ছে। তিনি বাংলা ভাষার নবজাগরণ বলেও আখ্যা দেন।

