বাংলা সীমান্তে চাকরির শেষ দিনে দুর্ঘটনায় মৃত্যু হলো বিএসএফ জোয়ানের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ১৯,ফেব্রুয়ারি ::    মর্মান্তিক দুর্ঘটনা। কর্তব্যরত অবস্থায় কাঁটাতারের উপর পড়ে গিয়ে নিজের কাছে থাকা সরকারী রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হলেন এক বিএসএফ সেনা জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের এলেন্দরী সীমান্তের। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী মৃত ওই সেনা জওয়ানের নাম ছোটু রাম জাঠ (৪২)। বাড়ি রাজস্থানের আজমীরে।

৯১ নম্বর বিএসএফে কর্মরত ছিলেন তিনি। রবিবারই ছিল তার ২২ বছর কর্মজীবনের শেষ দিন। ঐদিন রাতে কাজ সেরে সোমবার রাজস্থানে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু তার আগেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। সাইকেল নিয়ে সীমান্তে পেট্রোলিং করবার সময় অসবাধনতাবশত: কাটাতারের উপর পড়ে যান ওই বিএসএফ জওয়ান।

সে সময় তার বুকে থাকা সরকারী রাইফেল থেকে বেরিয়ে আসে বেশ কয়েক রাউন্ড গুলি। যা মাথায় লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বিএসএফ জওয়ান বলেও সুত্রের খবর। যে ঘটনা সামনে আসতেই রীতিমত শোকের আবহ তৈরি হয় বিএসএফ জওয়ানদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =