নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৯,মার্চ :: ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর চৌমাথা এলাকায়। ইলেকট্রিক অফিসের খালি পোল বহনকারী একটি লরির ধাক্কায় পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা স্পিড বেকারের দাবি নিয়ে বিক্ষোভে সরব হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম প্রতাপ খরট। তার বাড়ি মাধবডিহি থানার অন্তর্গত আদমপুর পোস্ট অফিস এলাকায় । দুর্ঘটনার সময় লরিটি জামালপুরের দিক থেকে যৌগ্রাম ফিরছিল।স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, বারবার অনুরোধ সত্ত্বেও সড়ক নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় মানুষেরা পরে পুলিশী আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়ন করার আবেদন জানিয়েছেন। মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারের।