নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: বাইক ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর। সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের উল্লাস মোড়ের কাছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান দ্রুত গতির বাইক চালক ভুল লেন বরাবর উল্লাস মোড় থেকে আলিশার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে আলিশা থেকে উল্লাস মোড়ের দিকে যাচ্ছিল চার চাকার ছোট গাড়িটি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইক চালক।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় চার চাকার গাড়িটিও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।