নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ৪,আগস্ট :: বাইক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত দু জনের নাম নিবিড় ঘোষ মানস মোদক।
ধৃত দুই জন পানাগড়ের রেল পাড়ের বাসিন্দা।ধৃত দুই জনকে আজ দুপুর ১টা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
জানা গেছে গত কয়েকদিন আগে কাঁকসা থানায় এক ব্যক্তি তার বাইক চুরি যাওয়ার অভিযোগ জানান।অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে এই দুইজনের নাম জানতে পারে।
এর পরেই আজ ভোর রাত্রে তাদের রেলপাড় থেকে পুলিশ গ্রেফতার করে।পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইক উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।