নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২০,জুলাই :: বাইক টোটো মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম বাইক আরোহী। ঘাটনার সূত্রে জানা যায় নিশিগঞ্জ রুনিবাড়ি গ্রামের ছেলে রাহুল হোসেন প্রেমের ডাঙ্গা যায় কর্ম সুত্রে।
কিন্তু সেখানেই এক টোটোয়ালার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাইক আরোহীকে স্থানীয় মানুষজন গাড়িতে করে নিশিগঞ্জ রুরাল হসপিটালে নিয়ে আসে ।
প্রাথমিক হাসপাতালের চিকিৎসক জরুরি অবস্থা দেখে কোচবিহার মেডিকেল কলেজের রেফার করেন। টোটো ওয়ালার স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা চলছে বলে এই পর্যন্ত জানা গেছে