কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তরতাজা যুবকের।বৃহস্পতিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপূর থানার গৌরীপুরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম মিঠুন প্রামানিক(২৬) । পেশায় ক্ষৌরকার।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গৌরিপুরে।সংসারে রয়েছে মা বাবা স্ত্রী ও তিনমাসের একটি কন্যা সন্তান।দুর্ঘটনায় পরিবারের একমাএ উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।মৃত যুবকের দাদা রিতেশ প্রামাণিক জানান,রাতে কাজ থেকে বাড়ি ফিরছিল বাইক নিয়ে গৌরিপুরে রাস্তার মধ্যে একটি ট্রাক দাড়িয়েছিল।চলমান অবস্থায় ভাই ট্রাককে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।