নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১১,জানুয়ারি :: শনিবার রাতে বর্ধমানে সরাই টিকর এলাকায় বাইক রাখা কে কেন্দ্র করে তুমুল অশান্তি সৃষ্টি হয় , এলাকারই কিছু যুবকের সঙ্গে স্থানীয় এক চাল ব্যবসায়ীর বাগবিতন্ডা শুরু হয় ।
পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে হাতে অস্ত্র নিয়ে সেই দোকানদারের উপর আক্রমণ চালায় সেই স্থানীয় যুবকরা ,

ঘটনার সূত্রপাত সরাইকটিকোর মুজগড়িয়া পাড়ার এলাকার কিছু ছেলেরা মদ্যপ অবস্থায় রাস্তার ওপর বাইক রাখাকে কেন্দ্র করে বচসা শুরু হয় তারপরে সেই মদ্যপ যুবকেরা হাতিয়ার নিয়ে আক্রমণ করল সরাইটিকর এলাকারই ওই চালের দোকানের মালিকের ওপর।
এলাকাবাসীর অভিযোগ সেই মদ্যপ যুবকেরা মারধরের সঙ্গে দোকানে লুটপাট করেছে এবং টাকা-পয়সাও লুটপাট হয়েছে , এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে । দোকান এর এক কর্মচারীর অবস্থা খারাপ দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তার পরে এলাকাবাসি সেই যুবকদের বড়িতে গিয়ে অভিযোগ করতে গেলে তাদের ওপর বটি ও কাটারি দিয়ে হামলা করার চেষ্টা করা হয় বলে এলাকাবাসিরা আমাদের জানান । ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
……..
নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১১,জানুয়ারি :: শনিবার রাতে বর্ধমানে সরাই টিকর এলাকায় বাইক রাখা কে কেন্দ্র করে তুমুল অশান্তি সৃষ্টি হয় , এলাকারই কিছু যুবকের সঙ্গে স্থানীয় এক চাল ব্যবসায়ী এর সঙ্গে বাগবিতন্ডা শুরু হয় । পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে হাতে অস্ত্র নিয়ে সেই দোকানদারের উপর আক্রমণ চালায় সেই স্থানীয় যুবকরা ,
ঘটনার সূত্রপাত সরাইকটিকোর মুজগড়িয়া পাড়ার এলাকার কিছু ছেলেরা মদ্যপ অবস্থায় রাস্তার ওপর বাইক রাখা কে কেন্দ্র করে বচসা শুরু হয় তারপরে সেই মদ্যপ যুবকেরা হাতিয়ার নিয়ে আক্রমণ করল সরাইটিকোর এলাকারই ওই চালের দোকানের মালিকের ওপর।
এলাকাবাসীর অভিযোগ সেই মদ্যপ যুবকেরা মারধরের সঙ্গে দোকানে লুটপাট করেছে এবং টাকা-পয়সাও লুটপাট হয়েছে , এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে । দোকান এর এক কর্মচারীর অবস্থা খারাপ দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তার পরে এলাকাবাসি সেই যুবকদের বড়িতে গিয়ে অভিযোগ করতে গেলে তাদের ওপর বটি ও কাটারি দিয়ে হামলা করার চেষ্টা করা হয় বলে এলাকা বাসিরা আমাদের জানান । ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।