নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১২,ডিসেম্বর :: বাইকের সঙ্গে স্কুটির সামনাসামনি সংঘর্ষে মৃত্যু হল একজনের এবং গুরুতর আহত হয় দুজন। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার নশরতপুর গ্রাম পঞ্চায়েতের পারুলডাঙ্গার এস টি কে কে সড়কে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী একটি স্কুটি নবদ্বীপের দিক থেকে কালনার দিকে আসছিল। অপরদিকে একটি বাইক কালনার দিক থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল। বাইক এবং স্কুটির সামনাসামনি সংঘর্ষের সময় গতিবেগ বেশি থাকায় সঙ্গে সঙ্গে একজনের মৃত্যু হয়।
মৃত বিধান বিশ্বাসের (৩০) বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানার মানিকনগর গ্রামে। অপর দুজন বাইক আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। আহত শান্ত মল্লিক এবং বিল্টু মণ্ডলের বাড়ি কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের খরিনান গ্রামে।

