সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২১,জানুয়ারি :: আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। উৎসবের আবহে মেতে উঠেছে বিভিন্ন স্থান। অনেকেই এই বিশেষ দিনে অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত থাকার জন্য রওনা দিয়েছেন। শিলিগুড়িতেও রয়েছে উৎসবের আমেজ, শিলিগুড়ির বিভিন্ন এলাকা গুলি রংবেরঙের কাগজ দিয়ে সাজানো হয়েছে।
এই বিশেষ দিনে শিলিগুড়ির বিধান মার্কেটের বজরংবলীর মন্দিরেও সকাল থেকে পূজা পাঠ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। গোটা মন্দির সুন্দর করে সাজানোর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মন্দির সংলগ্ন রাস্তা রংবেরঙের কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
এই বিষয়ে ওই মন্দিরের এক পূজারী জানান, আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এই বিশেষ দিনে শিলিগুড়ির বিধান মার্কেটে বজরংবলী মন্দিরের সকাল থেকে পুজো পাঠ করা হবে। সেই কারণে প্রস্তুতি তুঙ্গে, সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর। তিনি জানান বিশেষ দিনে প্রচুর ভক্তের সমাগম হবে, অনেকেই আসবেন মন্দিরে পুজো দিতে।