বাইশ গজের লড়াইয়ে আরেক নাম রিংকু সিং

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: আফগানিস্তানের সাথে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নাটকীয় মোড় নেয়। পেন্ডুলাম এর মত কখনো খেলা আফগানিস্তানের দিকে কখনো বা ভারতের দিকে ঝুঁকে পড়ছিল। তবে শেষ পর্যন্ত ভারত এই ম্যাচ জিতে নেয়। এক সময় ভারতের বাইশ রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল।

ত্রাতার ভূমিকায় রোহিত শর্মা ও রিঙ্কু সিং। রোহিত শর্মা এক কথায় অনবদ্য, তবে রিঙ্কুও কম নয়। রিংকু সিং যখন মাঠে এলেন তখন ২২ রানে ৪ উইকেট । এরকম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন তিনি।সেখান থেকে ভালো টাচে না থাকা প্রচুর সমালোচনার ঝড় বয়ে যাওয়া ক্যাপ্টেনের যোগ্য সঙ্গত দিলেন।

প্রথমে কোন ৪/৬ না মেরে কেবলমাত্র ১/২ রান নিয়ে ইনিংস তৈরি করলেন ।তারপরে ক্যাপ্টেন যখন সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে তখনো শট রান দিয়ে ক্যাপ্টেনকে সব রকম ভাবে সহায়তা করলেন। এরপরে বিধ্বংসী মেজাজে নিজেকে তুলে ধরলেন। শেষে যখন তিনি মারার লাইসেন্স পেলেন ছয়ের বন্যা বইয়ে দিলেন। তাকে গ্রেট ফিনিশারের তকমা দেওয়া যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =