নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ১৬,জানুয়ারী :: উত্তর দিনাজপুর: মকর সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ন পর্বের সূচনার পুণ্যলগ্নে ঘুড়ি উৎসবে মেতে উঠল ৮ থেকে ৮০ সকলেই। এক কথায় মকর সংক্রান্তিতেই বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় ঘুড়ি উৎসব। এমনই এক রঙিন দৃশ্য আমরা প্রত্যক্ষ করলাম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিল্পীনগর এলাকায়। সোমবার শিল্পীনগরে মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ পুজো ও মেলা যা স্থানীয়দের কাছে ‘বুড়াবুড়ির মেলা’ নামেই বেশি পরিচিত।
শিবপার্বতীর অনিন্দ্যসুন্দর বৃদ্ধ রুপই এই পূজার আরাধ্য দেব-দেবী। একটি পারিবারিক পুজো হলেও এই পুজোকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে ঘুড়ি ওড়ানোর নেশায় মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। সেখানে আছে স্কুলপড়ুয়া কচিকাঁচার দল থেকে শুরু করে সত্তরোর্ধ্ব বৃদ্ধরাও। শুধু গ্রামের মানুষই নয় দূর দূরান্ত থেকেও মানুষ আসেন ঘুড়ি ওড়ানোর নেশায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেলার মাঠে জমা হতে থাকে কচিকাঁচার দল। হাতে তাদের রংবেরঙের ঘুড়ি ও লাটাই। বিকেল হতে হতেই রংবেরঙের বিভিন্ন মাপের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ। বড় ঘুড়ি,ছোট ঘুড়ি, লাল ঘুড়ি, সবুজ ঘুড়ি ,সাপ ঘুড়ি, মুখাঘুড়ির ভিড়ে আকাশে যেন ঘুড়ির মেলা। ঘুড়ি কাটার উন্মাদনাও ছড়িয়ে পড়ে ধীরে ধীরে।